পিতা : দেবাশীষ গোস্বামী



পূজনীয় তুমি ,

ঠাঁই দিয়েছি সবার উপরে 

ক্ষুদ্র মেনেছি ঐ ঈশ্বরে 

তবে , আজ কেন নির্বাক ?

আজ বড়ো অসহায় , 

পথ শেষে আমি একা । 

ঐ দীগন্তে দেখো 

কত বেদনার ছায়া , 

শুধু অশ্রু আর হাহাকার 

সবে মর মর রবে 

তবে , এখনও শান্ত রবে ? 

তুমি না "পিতা" ?

সকল পিড়ন ত্রাতা ।

তবে কেন এভাবে রবে ?

দেখো দেখো , চেয়ে দেখো 

ঐ মুখগুলি ---

আজও নিশ্চুপ হয়ে 

সদা প্রস্তুত মৃত্যু বরণে 

শত শত বীর্যবান 

সহিছে অপমান 

শুধু তোমার কারনে ।


আদেশ দাও ! 


বীরবিক্রমে হানিব সংঘাত 

পাষানে ফুটিবে ফুল 

পরিশোধে সকল মাষুল ।


আদেশ দাও !


রুদ্রদৃষ্টির রুদ্রানলে 

ঐ অসহায় মানবের তরে 

জাগিয়া পুনর্বার। 

লঙ্ঘিতে আজি সৈনিক সাজি 

শত শত পরশুরাম । 

নত শিরে আমি 

কভু নাহি মানি 

অশুরের হুঙ্কার।

অব্রাহ্মন , চন্ডাল আমি 

বেদ-পুরাণ , নাহি মানি 

আমি নিঠুর নিরাচার 

সদা জেগে রই 

সাফ করিতে ঐ 

নব প্রভাতের দ্বার ।। 

Post a Comment

Previous Post Next Post