মেঘ ঢাকা কুয়াশায় হঠাৎ ভরে যাওয়া প্রকৃতি
গাছ-গাছালির ফাঁক দিয়ে নরম রোদের হাসি
কানে কানেএসে বলে যায় শীত এসেছে ।
ছেঁড়া কাঁথা নিয়ে বসে পড়া জবুথবু বুড়ির
চোখের সামনে ভাসে -
শুকনো কাঠ কুড়োনোর চিত্র ।
হিমেল উত্তরে হাওয়ায় বড়ই ব্যর্থ সে,
বরং বেলা পড়লে দুটো ভাত চেয়ে নেবে
পড়শির থেকে।
স্টেশনের জমাট চায়ের দোকানের উনুনের পাশে
গুটিশুটি পড়ে থাকে কুকুরের ছানা রা।
কমলালেবু হেঁকে যাওয়া ফেরিওয়ালা একটু
জিরিয়ে নেয় দুপুরের রোদে।
এইসব জীবনের ছবি-
তুলে রাখব বলে খুলেছি ঝাঁপি,
মনের মণিকোঠায় জ্বলে ওঠা এক দ্যুতি--
মনে করিয়ে দেয়---বিস্মৃত এক অলসরাতের
লেপ মুড়ি দিয়ে গল্প শোনার কথা।।
Tags:
বাংলা কবিতা