বেহুলা : অলোক মিত্র


তুমি আমাদের পড়শী মেয়ে ছিলে

অন্ধকারে চিনতে পারিনি 

অন্ধকারেই হারিয়ে গেছ বলে

তোমার হাত ধরতে পারিনি। 


এই নদীতে বেহুলা ভেসেছিল 

নদীর জলে পদ্ম ফোটেনি 

নদীতে লাশ ভাসিয়েছিল কারা

নদীর জল সইতে পারিনি। 


কুয়াশা তখন মাটির কাছাকাছি 

পানসি নিয়ে অপেক্ষাতে কেউ

প্রকৃত ভোর আসবে বলে আজও 

বুকের ভেতর অবাধ্যতার ঢেউ। 

Post a Comment

Previous Post Next Post