সত্যিকারের রাজা : সায়ন্তন গাঙ্গুলী


 

এক ভিক্ষুক প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে পেট চালাতো। এক রাজা তার প্রতি সদয় হয়ে নিজের রাজপ্রাসাদে থাকতে দিলেন, খাওয়া পড়ার দায়িত্ব নিলেন, কাজ দিলেন। একসময় সেই ভিক্ষুক তথা রাজকর্মচারী রাজার বিশ্বাস অর্জন করতে সক্ষম হলো। রাজার কোনও সন্তান ছিলো না। তাই তিনি সেই রাজকর্মচারীকেই নিজের উত্তরসূরী ঘোষণা করলেন। রাজার মৃত্যুর পর তাঁর উত্তরসূরী হলো নতুন রাজা। কিন্তু প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পরার পর তাকে রাজপ্রাসাদের একটা গুপ্ত কক্ষে প্রবেশ করতে দেখা যায়। কিছু ক্ষণ থাকার পর নতুন রাজা সেখান থেকে চলে যায়।

একদিন সন্দেহবশত: অন্য এক রাজকর্মচারী তার পিছু নেয়। সে দেখতে পায়, তাদের নতুন রাজা গুপ্ত কক্ষে একটা বাক্স থেকে একটা নোংরা ছেঁড়া পোশাক বের করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর বেরিয়ে যায়। দুজনের মুখোমুখি হতে রাজকর্মচারী লজ্জিত হয়ে পড়ে। নতুন রাজা তাকে অভয় দিয়ে বলে, "আমি যখন ভিক্ষুক ছিলাম, এটা তখনকার পোশাক। আমি যাতে আমার অতীত ভুলে গিয়ে এক অহংকারী রাজায় পরিনত না হই। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার এই পোশাকটায় চোখ বোলাই।"

রাজকর্মচারী বলে, "এই ঘটনা আপনার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কেউ কখনও জানতে পারবে না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আর আপনি শুধু নামেই রাজা নন, সত্যিকারের রাজা।"

Post a Comment

Previous Post Next Post