মেঘবালিকা : এম.এ.রহমান


 


আমি তোমার তুমিকে কোনদিন কি পেরেছি ছুঁতে?

কোনদিন কি পেরেছি?,পেরেছি ছুঁতে মেঘবালিকা!

অথচ ছুঁয়েছ তুমি আমার তুমিকে কতবার

হৃদয়ের পথে হেটে দেখেছ আমার বালুচর

সমুদ্রের নীল জল,আমার কাশের শুভ্র ফুল।।

আকাশটা দেখে বলেছিলে শরতের মতো নির্মল 

অথচ পেলে না খুঁজে তুমি,তোমার তুমিকে আমার ভেতর?

পঁচা শামুকে তোমার পা কাটলো বলে তুমি

রক্তের ভেতর পেলে আমার সমস্ত সমুহের পাপ।।


মেঘবালিকা তোমার সাদা সাদা ও পালকের ভেতর

রোদ্দুরের রোদ নিয়ে তুমি কোথায় হারালে?

কি ভীষন পাথরের সাথে, বন্ধুত্ব আমার দেখে যাও!

কি ভীষন বেদনার কোলে মাথা রেখে ঘুম আসে তুমিহীনা


মেঘকন্যা ফিরে এসো,বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও আরেকটিবার

বৃষ্টি বানে ভেসে যাক আমার নীলবেদনা

আরেকটিবার ছুঁয়ে দাও,পাথরের বুকে ফুটুক সে ফুল

তোমার ঘরে না দাও, চিলেকোঠায় হউক ঠাঁই

এতোটুকু শুধু চাই, এতোটুকু চাই।

Post a Comment

Previous Post Next Post