প্রকৃত নেত্র : রশ্মিতা দাস



ধাইছে আকাশ,ধাইছে বাতাস

ধাইছে মনের মেঘ

সকল আঁধি হয় দুর্বার

ক্ষিপ্র মর্মবেগ।


কখনও সে ঝড় সুনামি হয়ে

প্রশান্তে ঝড় তোলে,

সহস্র দুর্জয় শিলাদ্বার

সুর তোলে হিল্লোলে।


শোণিতে জ্বলে প্রলয় ক্ষ্যাপা

মত্ত নটরাজ,

অধমাঙ্গে কয়েদ যে হয়

হিমালয়ের তাজ।


হৃদের নীরব শান্ত কোণে

প্রশ্নে অস্হিরতা

জ্ঞান প্রশান্তে মুক্তোমণি

হয় জীবন্ত কথা।


তাগিদ এমন বুভুক্ষু হয়

মহাকাশের বুকে,

চাঁদের বুকে বিজয় কেতন

হাসে অমোঘ সুখে।


অক্ষিপল্লবে যদি ঢাকি

মনের আঁখি

জাগ্রত দুই চোখেও তবু

জীবন দেবে ফাঁকি।


অন্তরাত্মা মেললে আঁখি,

শব্দে হলে প্রকাশ

ক্ষুদ্র তনু অনায়াসে

ছোঁবে অসীম আকাশ।


মনের দামাল মত্ত তুফান

জীবন দরিয়াতে

গড়বে নূতন বিজয় সোপান

নব সূর্যের প্রাতে...

Post a Comment

Previous Post Next Post