অবচেতন : এম.এ.রহমান


 

বুকের ভিতর ডিপ ফ্রিজে হিমায়িত ছিল

কিছু সুখ,কয়েক মাসের অবচেতনের বোধে

নিউরন বাড়ীতে ছিল বিদ্যুৎহীন

হৃদয়ের বাত্তি জ্বেলে দেখি,সুখগুলো গলে গলে

বেদনার নীলে পঁচে গেছে।

দেয়ালে যে টিকটিকিগুলো দেখতাম প্রতিদিন

দূর জলাশয়ে গিয়ে সেগুলো আজ কুমির 

আদুরে বেড়ালগুলো আর বাড়িতে আসে না

শুনেছি জঙ্গলে গিয়ে সেগুলো আজ বাঘ হয়েছে।

জ্বলের আগুনে পুড়েই ঝলসে যায় হৃদয়ের চোখ

নিউরনের সাগরে পঁচা সুখগুলো ঢেউ তুলে

বয়ে যায় বেদনার নীলে নিরবধি।

Post a Comment

Previous Post Next Post