ভেবে ছিলাম এবার বুঝি
স্বস্তি পাব খুঁজে,
অতীত ভুলে খুশীর মেজাজ
নতুন আশা বুঝে।
আলোর ছটায় বর্ষ বরণে
জানিয়ে স্বাগতম,
বৃথা জানালাম কোটি স্যালুট
তুমি সাক্ষাৎ যম।
নতুন বছর নতুন ছন্দে ফেরার
ছিলাম তোমার অপেক্ষায়,
তুমি এলে হৃদয়ের ক্ষতগুলো
যাবে পরশে শুকায়।
খুলেছিল স্কুল খুলেছিল অফিস
ঘুরে ছিল গাড়ির চাকা,
মনের মাঝে আশার আলোয়
নতুন স্বপ্ন আঁকা।
যা গেছে তা আসবে না আর
লাভ নেই তা ভেবে,
নতুন বছরে নতুনের ছোঁয়ায়
ভেবেছি ভালোই হবে।
ভাবনা বৃথাই মিথ্যা হলো
তফাৎ কিছুই নাই,
শুরু থেকেই আরো তান্ডবে মত্ত
আশায় দিয়েছে ছাই।
আবার স্কুল কলেজ বন্ধ হলো
জীবন জীবিকা স্তব্ধ,
প্রাণঘাতী মহামারীর কবলে পড়ে
সভ্যতা ঘরে আবদ্ধ।
আর কতদিন চালাবে তান্ডব
দেবে কত যন্ত্রনা
মূমুর্ষের আর্তনাদ আকাশে বাতাসে
তুমি কি শুনতে পাওনা?
অকালেই সব ঝরছে প্রাণ
মৃত্যু মিছিল চারিদিকে,
হে নতুন তুমি আরো নিষ্ঠুর
কেমনে বুঝবো আগে থেকে।