কুশল বার্তা : সহেলী মল্লিক


  

''অনেকদিন হল... নীলের কোনও খবর নেই, কে জানে এই মহামারীতে সে সুস্থ আছে কিনা...."-- একাকী ছাদে বসে ভাবতে থাকে আশা। হঠাত তড়িঘড়ি করে বাতাস কে বয়ে যেতে দেখে আশা বলে ওঠে--" হে পবন দেব তুমি কি নীলের কাছে আমার বার্তা পৌঁছে দেবে।" বাতাস বলে --" আমার সময় নেই তুমি মেঘ কে বলে দেখো"  এই বলে বাতাস এক দমকা গতিতে আশাকে পাস কাটিয়ে চলে গেল একটি বারো ফিরে তাকালো না।
 আশা হতাশ হয়ে বসে রইল । এমন সময় একরাশ সাদা পেঁচানো তুলোর মতো কি দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল, মেঘ! মেঘকে দেখে সে বলে উঠল -- "মেঘরাজ তুমি কি নীলের কাছে আমার কুশল বার্তা পাঠাবে.. আজ অনেক দিন  হলো আমি নীল কে দেখি নি ও না  আমার সাথে একটাও কথা বলেনি। আমি কত করে ডেকেছিলাম ওঠ নীল..... ওঠ.... নীল না আর ওঠে নি আমাকে একা ফেলে যে কোথায় চলে গেল আমি আর ওর কোনও খোঁজ পাইনি জানো...."
"তোমার সাথে যদি নীলের দেখা হয় ওকে বলবে আমি ভালো আছি ও যেন আমায় নিয়ে একটুও চিন্তা না করে।" 
মেঘরাজ বোধহয় অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর জিজ্ঞেস করলো--" কোথায় আছে তোমার নীল? "
    -- আমি না ঠিক জানিনা আগে তো উত্তরে বর্ডার এর কাছে থাকত। কত বড়ো দায়িত্ব ছিল তার কাঁধে দেশ মাকে রক্ষা করার দায়িত্ব।  তারপর কয়েকদিন আগে একটা ফোন এল বলল- 'নীল নাকি না ফেরার দেশে; একটা.... বাক্সে করে নীল কে নিয়ে এল.... তারপর যে কোথায় নিয়ে গেল আমি আর নীলকে দেখতে পেলাম না"। আচ্ছা এই না ফেরার দেশ টা যেখানে সেইখানেই বার্তা টা পৌঁছে দেবে..... , মেঘরাজ তুমি কি জানো ওই দেশ টা কোথায়? যেখানে গেলে আর কাউকে দেখা যায় না, জাপটে দুই হাতে ধরা যায় না, এমনকি কথাও বলা যায় না। 
মেঘরাজ ঠিক কি বলবে বুঝতে পারছিলো না, এমন সময় মেঘরাজ এর চোখ থেকে ঝরে পড়ল দু এক ফোঁটা অশ্রু যাকে বলে 'বৃষ্টি'
মেঘ আর কোথাও গেল না থমকে রইল আশার কাছে 
  আশা তখনও একাই কি যে বলে চলেছে সবটা আর মেঘের কানে গেল না শুধু একটা কথা কানে গেল-'নীল আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না' আমি ভাল আছি তুমিও ভাল.......
সেইদিন সারা শহর বাসি অবাক হয়ে তাকিয়ে রইল আশা দের ছাদের দিকে, একরাশ কালো মেঘ ঘিরে আছে আশাকে। আর সারা শহরের তখন বৃষ্টিস্নাতা অবস্থা শহরের বুকে শুধুই  ঝরে পড়ছে বারিধারা। পরিস্কার আকাশে কোথা থেকে এই মেঘের উদয় হলো কেউ তার হিসেব মেলাতে পারল না। আশা তখনও অপেক্ষা করছে মেঘরাজ কখন তার কুশল বার্তা টুকু পৌঁছে দেবে নীলের কাছে। মেঘ কি আদেও পৌঁছে দিতে পারবে আশার বার্তা ওই না ফেরার দেশে নাকি মেঘের সময় শেষ হলেই সেও চলে যাবে আশা কে একাকী করে কে বা তার উত্তর দেবে...
       আজও কত আশা নীলের অপেক্ষায় প্রহর গোনে, কেননা নীল আশার যে বড্ড বেশিই প্রয়োজন বর্তমানে।।

Post a Comment

Previous Post Next Post