হে বীর ফিরে এসো...
ফিরে এসো হে বীর সুভাষ।।
মুর্ছা গেছে দেশটা
শূন্য মায়ের কোল,
শোষিত নিপীড়িত ভারতবাসী
ভুলেই গেছে দেশপ্রেমের বোল।
হে বীর ফিরে এসো....
ফিরে এসো হে বীর সুভাষ।।
তোমার রক্তে রাঙায়িত সূর্য টা
করে আজও হাহাকার,
লাঞ্চিত বঞ্চিত মায়েরা বোনেরা
আজও কেঁদে ওঠে বারবার।
হে বীর ফিরে এসো....
ফিরে এসো হে বীর সুভাষ।।
ছিলো স্বপ্ন তোমার -ভারতের স্বাধীনতা
আজ স্বাধীনতার নামে
একটি বার চক্ষু মেলে দেখো,
দেখো দেশের কি দুর্বস্তা।
হে বীর ফিরে এসো....
ফিরে এসো হে বীর সুভাষ।।
রাজনীতির নামে অনাচার
সমাজ সংস্কারের নামে অত্যাচার,
নারী মুক্তির নামে অপরাধ
কে ঘুচাবে এই কলঙ্ক?
ভারত মাতার নামে চরাচর।
হে বীর ফিরে এসো....
ফিরে এসো হে বীর সুভাষ।।
কাঁন্দে জননী, কাঁন্দে ভারতবাসী
কেঁন্দে ওঠে আমাদের জন্মভূমি।
ফিরে এসো হে বীর সুভাষ
ফিরে এসো আমাদের ই সুভাষ।
Tags:
বাংলা কবিতা