বহু রাত্রি শুতে যাই আমি -
পায়চারি নিশি শব্দ তখন ক্লান্ত,
তুমি শুয়ে থাকো অকাতর ,
নিশ্চিন্তে ঘুমিয়ে নিশি পরী৷
তবু ভোর- ভেঙে যায় ঘুম,
কর্তব্য জাগায় আমায় প্রতিবার |
দিনমান অভিনয় উত্থান পতন চলে রোজ ৷
হলুদ প্রজাপতি খেলে বেড়ায় - শুকনো ঘাসের আড়ালে,
আগন্তুক সকাল কখন বিকেল হয়ে -
সন্ধ্যা নামে পশ্চিম দিগন্তে একরাশ ৷
শহর তখনও ব্যস্ত তাপ ত্যাগী যন্ত্রাংশ,
আর আমার ঝোলাটা আজও শূন্য মুদ্রার ভারী ৷
তবু রোজ সন্ধ্যা রাগে সাজো তুমি - ' অপূর্ব'
চলন্ত ছায়াছবি সংসার - তোমার আভরণ ৷
আমি কিঞ্চিৎ প্রশ্নের আসামি ,কি দিয়েছি তোমায় ?
তুমি হাসিমুখে শূন্য থলি করো স্বর্ণময় ৷
একে তুমি ভালোবাসা বল হাসিমুখে,
আমি সংশয় ,রোজ করুনা করো না তো আমায় ?
Tags:
বাংলা কবিতা