" সকাল থেকে কিছুই জোটেনি রে , সে কিরে লাথিও না! আমি কিন্তু তোর থেকে এগিয়ে আছি ! কেন , কেন ! কেন আবার , সকাল থেকে খাবার পাইনি ঠিকই কিন্তু লাথি পেয়েছি। এই গালি, লাথি আর কতদিন খাব আমরা ! এটা ভেবে আমার সত্যি খুব আফশোষ হয় ! যা বলেছিস , মাঝে , মাঝে কি মনে হয় বলতো , যদি মানুষ হতে পারতাম, তাহলে লাথি খাওয়ার বদলে লাথি মারতাম। কি বলিস ? এটা কিন্তু তুই ঠিক বললি না! কেন ? তুই মানুষ হলে যদি কুকুর দেখলে লাথিই মারবি , তাহলে আমাদের দুর্দশা তো কোনদিন ই দুর হবে না রে ! হ্যাঁ , ঠিক বলেছিস , এটা তো ভেবে দেখিনি। সত্যি তোর বুদ্ধির তারিফ না করে পারছি না। তবে যাই বলিস , মানুষ না হয়ে কিন্তু ভালই হয়েছে। কেন ? কেন ? দেখিস না , মানুষে মানুষে কত মতানৈক্য , ঝগড়া , ঝামেলা , সবসময় সবাই সবাইকে মারতে দৌড়চ্ছে। কেউ কাউকে দেখতে পারে না , খালি হিংসা , দলাদলি ! তা যা বলেছিস ! সেদিক থেকে আমরা অনেক ভাল আছি। আসলে কেন বলতো আমরা ভাল আছি ? আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। একজনের দরকারে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি । তা সবসময় না হলেও , বেশিরভাগ সময়ই হয়। এইখানেই তো মানুষের সাথে আমাদের পার্থক্য। আমরা সবসময় যেকোনো কিছু মিলিতভাবে করি।"
" আচ্ছা , একটা কথা বল ! আমাদের সবাই দেখলেই মারতে আসে কেন রে ? আমরা সবসময় কি সবাইকে তাড়া করি ? না কামড়াতে যাই ? জানি না রে ! আমাদের ' নামেই ' বোধহয় সবাই বিরক্ত হয় , জানিস ? আচ্ছা আমাদের এই বদনাম ঘোচানোর জন্য কিছু করলে হয় না ? কি করবি বল ? আমরা যদি মানুষ দেখলেও না দেখার ভান করি ! ওরা আমাদেরকে মারলেও , আমরা নির্বিকার থাকি ! এইভাবে অনেকদিন চললে মানুষের আমাদের সম্বন্ধে ভালো ধারণা হবেই হবে ! আসলে কি সমস্যা বল তো ? আমরা না চাইলে কেউ তো আমাদের খেতে দেয় না , আর সেই জন্যই আমাদের ওদের গায়ে গায়ে ঘুরতেই হয়। এরকম যদি করা যেত যে , আমরাও ওদের মত নিজেদের খাদ্য নিজেরাই বানিয়ে নিতে পারতাম , তাহলে এই সমস্যা কিছুটা মিটত বুঝলি ? দেখা যাক , প্রশ্নটা যখন মাথায় এসেছে , উত্তরও নিশ্চয়ই আমাদের মাথা থেকেই বেরোবে।" এই বলে গভীর আলোচনারত দুই সারমেয় স্থান ত্যাগ করলো।
" রাস্তাঘাট বড্ড ফাঁকা না রে ? হবে না দেখেছিস না বড় দিনে , নতুন বছরের শুরুতে সবাই কেমন আনন্দ করার জন্য ভিড় করে বেড়িয়ে পড়েছিল ! আসলে মানুষের কি সমস্যা বল তো ? ওরা সংযম জানে না। একটু সুযোগ পেলেই ওরা অসংযমী হয়ে ওঠে। এই দেখ না , একটু সুযোগ পেয়েছে , এত ঘোরাঘুরি করেছে যে , এখন সব শরীর খারাপ হয়ে ঘরে ঢুকে পড়েছে ! অথচ আমাদের সবাই বলে আমরা হলাম অনুন্নত প্রাণী , আমরা কিন্তু সুযোগ পেলেও অসংযমী হই না ! কী বলিস ? সে তো আমরা জানি , মানুষেরা তো তা মানে না। তাই তো সবাই আমাদের দেখলেই মারতে আসে। না রে , সবাই সেটা করে না এখন ! কেউ কেউ আবার আমাদের কে ভালও বাসে ! আমাদের খেতে দেয়। আমাদের শরীর খারাপ হলে ওষুধ দেয়। জানিস , সবাই খারাপ নয় রে ! এইটা তুই একদম ঠিক বলেছিস। দেখ , একটা কথা তো ঠিক , আমরা তো মানুষের মত নিজেরা কিছু করতে পারব না কোনোদিন , আমাদেরকে মানুষের ওপরে ভরসা করতেই হবে ! তাই ওরা যদি একটু গালমন্দ করেও তাতে ক্ষতি কী ? ওরাই তো আমাদের প্রভু , আমাদের রক্ষাকর্তা ! "