কখনও সরে আসাটা প্রয়োজন .
কখনও নীরবতা....আমরা বাঁচি ইচ্ছেদের হারিয়ে....সব যে নিয়মে চলে....আমরা ঐ নিয়মের হাত ধরে অভিনয় করে যাই....সাজ সজ্জা বাইরের চাকচিক্য....অথচ ভেতরটা পুড়তে থাকে....তীব্র দাবানলে....বিদ্ধ হই....বিদ্ধ হই....ইচ্ছে করে নিয়মের হাত ছেড়ে পালিয়ে বাঁচি কোন অনামী অরণ্যে....যেখানে অনিয়মে গা ভাসাবো...উড়ো মেঘের হাত ধরে পাড়ি দেব...অজানার আহ্বানে।
তোর নাম টা লিখে দেব খুব ভালোবেসে আকাশের গায়ে...জ্বলজ্বল করবে একখানি রামধনু হয়ে।
তারপর বাঁকা চাঁদের ইশারায় ধ্রুবতারার সঙ্গে কত কথা বলবো....যেগুলো বলার জন্য প্রাণটা হাঁপিয়ে ওঠে...
তারপর ভাবি থাক....যে নিজেকেই পোষ মানাতে পারেনি....তাকে আর কে চায় বলো?
একটা প্রশ্নচিহ্ন....ধ্রুবতারার পাশে নীল হয়ে আসে....তারপর ভোর হয়...
ক্রমশ ফিরতে হয় নিয়মের ঘরে....যেখানে সুখের দেয়াল তোলা....ফিরে আসি...একা হয়ে অনিয়মও যে হাত ছেড়ে দেয়...উড়োমেঘ ফিসফিসিয়ে বলে...ফিরে যাও...ফিরেযাও...ধ্রুবতারাও নিভে যায় নিয়মের হাত ধরে...শুধু বলে যায়...সরে আসাটা প্রয়োজন....কখনও নীরবতা...ভুলে যাওয়াটাও....'তোমার ভালোর জন্য।'
এটাই তো শেষকথা