একদিন হঠাৎ
মুঠোয় তুলে নিই বাতাস
মুঠোয় তুলে নিই মাটি
গর্জায় সীমাতে সে শ্বাস...
সে শ্বাসে আছে রূপকথারই মত যন্ত্রনা
সে মাটির রক্তে আছে মিশে মাতৃবন্দনা
একদিন হঠাৎ ....
এ জীবনে, এ মরণে
মাতৃবেদী পূজায় হয়ে ফুল,
কাঁটাতারে বেঁধা লাশের ক্ষতয়
তাদের জান কবুল...
সে জান এ আছে সূর্যের তেজে দৃপ্ত এক আগুন,
সেই রক্তে আছে তোমার আমার শান্তির সাতকাহন.
একদিন হঠাৎ...
সে জ্যোতি,সেই যে দ্যুতি
আসে ধরে কোন সেতু
আসে ঝরে যে এ মাটির বুকে
হয়ে ধুমকেতু
সেই নির্ভীক-সে অগ্নি, হয়ে ওঠে লেলিহান
নস্বর সে দেহ যায় মিলিয়ে,অমর থাকে প্রাণ
একদিন হঠাৎ
মুঠোয় তুলে নিই ধূলা
রক্তেভেজা শব্দেরা
হয়ে ওঠে সুর আলাপ
সে কথায়,সে সুরেতে একাত্ম সবার প্রাণ,
আকাশের তারাতে, ধরণী তে ভাসে সে সুর-গান.....
Tags:
বাংলা কবিতা