সেই রাতে আমার বুকে উঠেছিল ঝড়।
তুমি আর আমি ছাড়া কেউ ছিল না,
কিন্তু অজানা পরিনতি ছিল আমাদের দুজনের মাঝে।
তোমার মায়াবী চোখ দুটি আমাকে স্মৃতির অতলে
তলিয়ে যেতে বলছিল বার বার।
আমিও তোমাকে ছোঁয়ার নেশার আবেগ তরঙ্গে দুলছিলাম।
শেষ রাতে শূণ্যতায় ভরে গিয়েছিল আমার প্রেমের মনিহার।
হৃদয়ের ঢেউ গুলি হয়েছিল বিশৃঙ্খল,
আলেয়ার মরিচিকার মতো।
সেই অভিশপ্ত রাত আমি ভুলতে পারিনি এখনো।
প্রতিক্ষণে এসে নাড়া দিয়ে যায় আমার গভীর গোপনে লুকিয়ে থাকা শূণ্যতাকে।
আমার ইস্পাতের মতো দৃঢ় চেতনারা আজ উন্মাদের মতো গতিহীন।
বিরহী হৃদয় মহুয়ায় মাতাল হয়ে ধূ ধূ বালুচরের প্রান্তরে পরে এখন দিকভ্রান্ত।
হাজার নিরাশার দোলাচলে নির্ঘুম বিরহে এখনো ভাবছি কখন আসবে তুমি ফিরে।
আজও বেঁচে আছি শুধু তোমার ভালোবাসার প্রত্যাশায়।
Tags:
বাংলা কবিতা