আমি একটা প্রেমের কবিতা লিখতে চেয়েছিলাম।
নির্মল স্বচ্ছ স্বাধে সবুজে ভরা মন নিয়ে খাতাকলম।
ওই ঝিলিম নদীর পারে বকুল গাছের তলে বসে।
মনের এক গুচছ আগাছোলা বিবাগী ভাষা কষে।
ওই দিনের শেষে সাগর পাড়ে সূর্য তখন অস্ত্রগামীর দেশে।
ঐ জলের বুকে সারি সারি রক্তিম আলপনা এঁকে ছিলো মধুর হাসে।
ঝিলিমিলি ছড়িয়ে পড়েছিল তাঁর যৌবনের বিকিরন উচ্ছ্বাস ।
ঢেউয়ে ঢেউয়ে মেলে ছুঁয়ে ছিলো আমার দুচোখ আর শত নিঃশ্বাস।
তোমার ঐ কোমল প্রেমের পরশনে রোমাঞ্চকর শিহরণের দংশনে।
ছড়িয়ে ছিলো দেহের সমস্ত উন্মুক্ত রক্ত সঞ্চালনে।
তোমার নিখাদ গভীর প্রেম আমার জীবনে, নবজাগরনে সূচিত করেছে।
এই পূর্ণতর মুহুর্তে সীমারেখা পার করে এ হৃদয়ের পারে অমৃত ভবনে ভালোবাসা সৃষ্টি করেছে।
এই মধু ছাওয়া ঘেরা জীবনে প্রেম যে কত মধুর মনে।
নয়নে নয়নে সুখ তা পরিদর্শনে।
Tags:
বাংলা কবিতা