রঙ্গমঞ্চে হাজির ক্লাউন
কলরবে মুখরিত
সান্ধ্যকালীন এই আয়োজন
কল্লোলে সজ্জিত।
হাসির ফোয়ারা যায় ছুটে
মনে ফুলের সুবাস দিয়ে,
সৌরভে খেদ পালায় ছুটে
অন্ধকারকে নিয়ে।
জীবনের শত যন্ত্রনা ক্ষত
আলগা প্রলেপে ভোলে,
উচ্চৈস্বরে হাস্যরাগিনী
বাঁচার ছন্দ তোলে।
অঙ্গার আঁচে পুড়ছে জীবন
চোরা নিষ্পেষণে,
মনের দেওয়ালে হাজারো ঘূণ
কাঁটার বেড়া বোনে।
আলোর শহর,আলোর জীবন
ব্যস্তবাগীশ মেঘে,
তবুও মানুষ হাতড়ে বেড়ায়
শান্তি,ঘুমিয়ে জেগে...
দুরারোগ্য ব্যাধির জ্বালায়
ধরায় মহামারী,
একটু বিরাম,ছুটির খোঁজে
বাড়ছে ভীড়ের সারি।
কৌতুক যেন মহৌষধি
হাতপালের দ্বারে,
একটু অবকাশের তরে
উচ্ছ্বাস এ দরবারে।
রঙ্গমঞ্চে হাজির ক্লাউন
কল্লোলে মুখরিত,
হালকা বাতাসে রামধনু হাসে
পরাগ যে হয় স্নাত...
Tags:
বাংলা কবিতা