মানব জাতির পরিত্রাতা : প্রদীপ বাগ


 

কখনো স্বেচ্ছায় কখনো বাধ্য হয়ে

মালভূমির পিচ্ছিল পথের কোটরে

নিষিদ্ধ ফল ধরে মনুষ্য গাছে,

হাজার হাজার কুমারী মা সামাজিক

লজ্জায় নিভৃতে জঠোর যন্ত্রণা নিয়ে

আজও একরাশ উৎকন্ঠায় বাঁচে।

প্রেমের তরণী বয়ে মিথ্যার ছলনায়

নিঃসঙ্গতায় দিন মাস বেড়ে ওঠে

নবজাতক যীশু নিদারুণ অসহায়,

ঝেড়ে ফেলে প্রতিশ্রুতি স্বপ্নের ভাষা

কপট ঝড়ে নিভে যায় আশার বাতি

অস্বীকার করে নিজ সন্তানের দায়!

কলঙ্কের কটূক্তি অব্যক্ত বেদনা বিধুর

বুকে লয়ে শত ব্যথা,নিরবে ঘরের কোণে

বিদির্ণ বিরহে প্রতিক্ষায় ঝরে আঁখি জল,

যৌবনে উন্মাদনা অবুঝ মনে তীব্র কামনা

আসন্ন বিপর্যয় অজান্তে কলঙ্কের হাতছানি

মুখোশধারী বিশ্বাস ঘাতক জুডাসের দল।

একমুঠো অর্থের বিনিময়ে পাপের স্খলন

বৈধ গর্ভপাত সামাজিক রীতি,ডাকাতের

হাতের ছুরি ডাক্তার তুলে নিয়ে চেপে ধরে,

গর্ভের বন্দীশালায় জীবন্ত ভ্রুণ খুঁচিয়ে খুঁচিয়ে

হত্যা,টুকরো মাংস পিন্ড-মাদার মেরির কন্ঠে

যীশুর তীব্র আর্তনাদ ক্রুশবিদ্ধের রক্ত ঝরে।

তবু তোমার শুভ জন্মদিনে পালিত হয় বিশ্বে

ক্রিসমাস ইভ্ গীর্জায় বেজে ওঠে ঘন্টার ধ্বনি

পরিধানে শুভ্রবসন অন্তরে পরিপূর্ণ কলুষতা,

পবিত্র হৃদয় ক্ষমা,ভালোবাসা স্বর্গের আলো 

নিমজ্জিত সমাজ পঙ্কিলতায় উদ্ধার করো

 হে প্রভু তুমিই তো মানবজাতির পরিত্রাতা।।

                

Post a Comment

Previous Post Next Post