আমি বসে আছি যুগযুগ ধরে
একাকী....ইতিহাস হয়ে গেছে
স্হাপত্যরা...তারাদের হাতধরে
নেমেছিল নীল অন্ধকার....
তার সাক্ষী আমার শরীরে...
আমি এই পৃথিবীর নই....?
শিশিরের শব্দের মতো মৃদুতায়....
আমার দিন রাত মিশে থাকে।
পাহাড়ের গায়ে সবুজ আদরের মতো
আমি জড়িয়ে থাকি ঘন কুয়াশায়।
ধীরে ধীরে এক হয়ে যায় দিন ও রাত...
তখনও আমি থাকি ছেঁড়া মেঘের দেহে...
কী এক অনাবিল শান্তির প্রহরে আমার
অস্তিত্ব রয়ে যায়....
তবু আমি পৃথিবীর নই....?
সহস্র বছর ধরে সমুদ্রের ঢেউয়ের সফেনতায়
আমি বুদবুদ হয়ে আছি।
পৃথিবীর জল মাটি হাওয়া সব অনুষঙ্গে
আমার কায়া ধরে আছে।
তবু আমি পৃথিবীর নই?
কেন....কেন? আমার এই প্রশ্ন চিরন্তন।
আমি ঘাসের মতো
এই পৃথিবীর মায়ায় জড়িয়ে বিলীন হব।
তবু আমি পৃথিবীর নই?
আমি পৃথিবীর হতে চাই কোন এক নক্ষত্রের রাতে।
Tags:
বাংলা কবিতা