সুক্ষ্ম মন সূক্ষ্ম ভালোবাসার প্রাণ,
আবেগের বশে কেউ করেনা অপমান।
মাতার কাছে অমরার সেরা টান,
জনক বলে আমৃত্যু থাকবি প্রাণপণ।
পিতামহের মন অক্ষিতে ভবিষ্যতের মান,
মাতামহ আগলে রাখে সযত্নে সম্মান।
মাতৃদুগ্ধে পুষ্টিগুণ বর্তায় সারা অঙ্গে,
অক্ষরের পরিচয় আঙ্গুলের শীর্ষ খন্ডে।
বিদ্যালয়ের আঙিনায় প্রবেশ পদদ্বয়ে সন্তানে,
জনকের ব্যাকুলতা কষ্ট নাপায় অজান্তে।
সারা দিনের কর্মসূচী গড়তে মানবতার ভিত শিশুতে
বিকশিত হোক মোদের আশাতীত।
ঘরের শিশুর যত্নে বিভোর অর্থশালী,
পাড়ার ধারে অযত্নে চাক্ষুষ ঝুপড়ীবালী।
অর্থের উপার্জনে কর্মরত শিশু শ্রম,
না করলে জুটবে না দু'মুঠো খাবারের দম।
পথে-ঘাটে অবহেলিত কৈশরের দীর্ণতা,
অজান্তে মৃতপ্রায় অর্থ আর দুঃখের বিবর্ণতা।
সেবাই মূলধর্ম হোক অবহেলিতার উন্নয়নে,
শিশু দিবসে অস্তমিত হোক ভেদাভেদ প্রাণপণে।
তোমার শিশুর যত্ন নাও ভালোবাসার টানে,
অন্যকেও সমপরিমাণ বাড়াও দুহাত খোলামনে।