দুগ্গা ঠাকুর দেখবে বলে
চললো বাবা মেয়ে।
এদিক ওদিক আলোর বাহার
দেখছে খুকু চেয়ে।
মেয়ে বলে বাবা দেখো
জ্বলছে কতো আলো,
মোদের ঘরের লন্ঠনে সব
দেখায় কেমন কালো।
তারপরে ঐ দেখো বাবা
দুগ্গা মায়ের শাড়ি,
গায়ে তার গয়না দেখো
কতো হাজার ভরি।
মায়ের শাড়ি নোংরা, ছেঁড়া
কিছুই নেই গয়না,
তুমি কেন এমন জিনিস
মাকে কিনে দাওনা?
দেখো বাবা দুগ্গার পায়ে
অনেক গুলো শাড়ি,
চলো ওর একটা নিয়ে
যাই আমরা বাড়ি।
দেখো মা'কে পড়লে কেমন
দুগ্গা দুগ্গা লাগে,
মেয়ের কথা বাবার বুকে
ভীষণ জোরে লাগে।
দু'চোখ বেয়ে গড়িয়ে বাবার
জলের ধারা নামে,
উত্তর কিছু পায়না খুঁজে
শরীর ভেজে ঘামে।
Tags:
বাংলা ছড়া