দরবেশী : শান্তা ভট্টাচার্য

 



হিম আলোয়ানি চাদর গায়ে জড়িয়ে, প্রভাতি দরজায় এসে দাঁড়ায় এক দরবেশ। 
  হাতে একতারা নিয়ে, ফকির মনের সুধা বিলোতে হঠাৎ সে আমার ই মন আঙিনায়। 
 সে বোঝেনা কোনও তৃপ্তি, অতৃপ্তির হিসেব। 
মহাকাশের তরঙ্গায়িত সুর গলি থেকে, দরবেশী মেজাজে পূর্ন করতে চায় তার সুরপাত্র। 
  আমি, তার সামনে গিয়ে দাঁড়ালে, দরবেশ শুধু মৃদু হেসে আমায় আলিঙ্গন করে।। 

Post a Comment

Previous Post Next Post