এ কেমন বিধাতার সৃষ্টি,
মেঘপুঞ্জে ভাসমান দৃষ্টি।
বক উড়ে চলে দিগন্তে,
নীলাভ অম্বর দর্শায় পশ্চাতে।
ধরণীতে প্রকৃতি চাদর বিছায়,
শুভ্রতায় সুদৃশ্য কাশকে জড়ায়।
মৃদু হাওয়ায় পুষ্পে দোলা,
শরতের বার্তা আগমণী খেলা।
জলের স্রোতে উথাল পাতাল,
ঝরনায় বিস্তৃত মধুর কোলাহল।
নীড়ে বাচ্চার আর্তনাদের কণ্ঠ,
খামখেয়ালি আবহাওয়ায় পাখনায় অন্ত।
বৃষ্টির ঘনঘটা আনন্দে ভাটা,
মাতৃ আরাধনায় ব্যাঘাতের ছটা।
পরিধেয় পোষাকের বিবিধ কীর্তি,
আবালবৃদ্ধে পালিত বাৎসরিক রীতি।
বিলাসীত ধনীর রূপের পরসা,
স্বাভাবিকেই দরিদ্রের অন্তিম ভরসা।
সর্বজনে প্রদত্ত দেবদেবীর বর,
বিসর্জনেও মনেতে আগমনীর স্বর।
শরৎ থাকুক সকলের প্রাণে,
কাশবন আগমনীর বার্তা ক্ষণে ক্ষণে।
Tags:
বাংলা কবিতা