চেঙ্গিস খান : রশ্মিতা দাস



কালের সূর্যে ছিল ক্ষীপ্রতা,

নবজাতকের মুষ্ঠি,

রক্তের লালে হেনে সংকেত

ধরায় নামাল বৃষ্টি।


ক্ষোভের আগুন লেপে ললাটেতে

দাবানল জ্বেলে বুকে,

পিতার শিরায় নীলের গরল

জেগেছে রক্তসুখে।


ছোট তেমোজিন দুই চোখে ভরে

তুমুল শোণিত-ক্ষুধা,

হৃদয় থলিতে ভরে জিঘাংসা

জাগালো লোহূর "সুধা"।


মোঙ্গল জাতি পেল উথ্থান

হিংস্রতা পেল সত্ত্ব,

তেমোজিন হল 'চেঙ্গিস খান',

প্রতিঘাত হল সত্য।


ছুটিয়ে তুফান তরবারি আর

নারী-গহ্বরে দন্ড,

ধরনীর বুকে এল মহাত্রাস,

ভয়াল অগ্নিকুণ্ড।


বিশ্বজয়ের নেশার সুরাতে

ডুবিয়ে আঘাত-ক্ষত,

নর কঙ্কালে ধরিয়ে উনুন

জিঘাংসা অবিরত


ছিনিয়ে নিয়েছে রাজার মুকুট

নরহত্যার লালে,

নিষ্পাপ শিশু,ভগ্নি ও জায়া

কেঁদেছে শুধু হালালে।


অশ্বের পিঠে মানল না বাঁধ

এই দুর্বার গতি,

ইতিহাস যেন আজও লেলিহান,

ভয়াল আত্মরতি...

Post a Comment

Previous Post Next Post