হ্যাঁ নিজেকেই বলছি : বিশ্বজিৎ সেনগুপ্ত


  

অনল,বাজারে এসেও,আজও দেখা হলো না,

আমার চোখ তোকে দেখতে পায়নি,অংশু এসেছে শুনে মন খুঁজে খুঁজে ওর কাছে;

তোর তাড়াতাড়ি ছিল,ছিল কাজ

মন ছিল বাড়ি পথে।


মনের অস্ত্র চোখ মিলে একাকার নাহলে কার বল- দেখার ক্ষমতা আছে!


সকলেই কমবেশি ভীত আজ

করোনা-বিষে

সম্ভবী দ্রুততায় পা হাঁটে ঘরের

উদ্দেশে...


হাঁচি থেকে,কাশি থেকে ড্রপলেট ঢুকে যাওয়া

ভয়ে প্রতিদিন কমছে দিন 

জীবনের থেকে...


যদিও সবাই জানি,অনিবার্য মৃত্যু এসে

একদিন ডেকে নেবে

হেসে!


তবু আমার একটা হাঁচি

তোর একটা কাশি-

দূরত্ব বাড়াচ্ছে রোজ

বড় অক্লেশে...


শুধু ওরা রুজির টানে যারা

ভয় ভুলে পথে,ঘাটে,মাঠে-

জীবন করেছে জয়

রেখে মৃত্যুকে পাশে।


আমার আবর্জনা নিয়ে যেতে

নিতাই কিম্বা মহাদেবের 

গাড়ির চাকা আজও এসে

দাঁড়াচ্ছে রোজ হেসে অক্লেশে...

Post a Comment

Previous Post Next Post