ভালোবাসতে তো সবাই চায় ,
কিন্তু ভালোবাসা কজন পায় ?
ভালোবাসা বা যদিও পায়,
স্বীকৃতি কজন পায়?
রাধাও তো কৃষ্ণকে ভালবেসেছিল,
দিয়েছিল মন প্রাণ
পরিচিত হল ধরনীতে কলঙ্কিনী রূপে,
পেলনা কোনও মান সম্মান।।
আজও কত রাধা নিরবে
চোখের জল ফেলে ,
আর লুকিয়ে লুকিয়ে
কৃষ্ণ কে মনে করে।
আজও কত প্রতিশ্রুতি শিকল বদ্ধ হয়েছে,
আজও কত আশা গাছের শিরায় শিরায় হারিয়ে গেছে,
আজও কত কষ্ট মাটির তলায় কাফিন বন্দি ,
আজও কত হৃদয় পিন বিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে অন্যকারর,
না শিকল খুলেছে, না হৃদয় রক্তাক্ত হওয়া বন্ধ হয়েছে।
রাধা আজও আইয়ানের পত্নী,
কিন্তু রাধা জোর দিয়ে বলতে পারে
কৃষ্ণ ছাড়া সে
আজও অন্য কারর হয়নি।।
হইত সে ব্যভিচারীনী,
একজনকে ভালোবেসে অন্য আরেক জনের অর্ধাঙ্গীনি ।।
দোষী কী রাধা একাই,
নাকি দোষী এই গোটা মুখোশধারি সভ্য সমাজ ,
যদি মেনে নিত তাদের
দিত সমাজে ঠাঁই
তাহলে কি সে ব্যভিচারীনী হত
খোয়াতে হত তার মান সম্মান ?
ভালোবাসতে কে না চায়
ভালোবাসা কি সবাই পায়?
যদিও বা ভালোবাসা সবাই পায়
স্বীকৃতি কজন পায়...
