আমার এ খুঁজে চলা
কাছে টানে কখনো তোমায় ?
কত পথ চলেছি বলো তো !
ক্রমশঃ পেরিয়ে নতুন প্রান্তর
ছায়া - ঘেরা দীঘির সলিলে
ডুব দিয়ে তীরে উঠে
বসেছি আবার
ছায়া-করা পল্লব ছায়ায় !
বেয়েছি তরণী -- স্রোতে
দুহাতে সরিয়ে
সুকোমল লতাগুল্ম
কন্দরে তোমার
উৎসুক প্রবেশ ক'রে
নাতিউচ্চ স্বরে ডেকেছি --
কোথায় তুমি
প্রতিধ্বনি একই কথা
ঘুরে - ফিরে বলেছে কেবল --
কোথায় কোথায়?
ঘাসে- ছাওয়া সমতল
উচ্চাবচ চূড়া
জ্যোৎস্না - ধোয়া রাত
কিংবাতারকাখচিত অন্ধকারে
তোমাকেই পেতে চেয়ে
একান্ত আগ্রহে
বারবার করেছি উচ্চারণ --
কোথায় ? কোথায় তুমি ??
এ জীবন ভর
খুঁজে চলা শুধুই এমন ।
Tags:
বাংলা কবিতা
