সুখ দুঃখ আনন্দ বেদনা
এই জীবনের বড়ো সাধনা।
দুঃখ আছে তাই সুখ এতো দামি
বেদনার মাঝে সুখ আনে হাসি মুখ খানি।
এই নিয়ে এগিয়ে চলা জীবনের পথে
কখনও দাড়িয়ো না থমকে মাঝপথে।
নিজেকে খুঁজে নাও মানুষের মাঝে
জয় করো সব নিজের মহান কাজে।
অসহায়ের হাতে রাখো সাহায্যের হাত
বুঝে নিও তুমি হারানো হৃদয়ে ডাক।
আঘাত বেদনা পেরিয়ে বিশ্ব কে করো জয়
সত্য যে কঠিন তাকে পেওনা ভয়।
জানবে দুখের পিছনে আছে সুখের ডাক
বাজবে ঠিক একদিন জয়ের ঢাক।
আঁধার কে করো না ভয়
রাতের শেষে সূর্য উঠবেই নিশ্চয়ই।
Tags:
বাংলা কবিতা
