কি যেন তোমার নামটা
ভুলে গেছি গো মনে নেই,
যাইহোক কাল সন্ধ্যাতে
ভুলো না যেন, আসবেই।
তোমাকে দেখতে অনেকেই
কাল সন্ধ্যায় আসবে,
জানি কাল কেউ কাঁদবে না
প্রাণ খুলে শুধু হাঁসবে।
তোমার যতো কীর্তিকলাপ
মানুষের মনে খুশি দেয়,
কিন্তু তোমার দুঃখ কষ্ট
জানতে কি কেউ খোঁজ নেয়?
মানুষ এমনই নিজেরটা বোঝে
পরের জন্য তাকিয়ে দ্যাখে না,
নিজের দুঃখ কষ্টের সময়
পরকে খোঁজে তবুও শেখে না।
সব জেনেশুনে তবুও তুমি
লোককে শুধু হাঁসিয়ে যাও,
হাঁসির ভীষণ প্রয়োজন ওগো
আসবেই ঠিক, কথা দাও ।।
Tags:
বাংলা ছড়া
