আলো : মহুয়া কুন্ডু


যে আলো চোখে দেখি 

সেকি শুধুই আলো...?

আলোর ভেতর কতো

কালো কালো ছটা অনবরত 

জ্বলছে নিভছে নিকষকালো 

অন্ধকার, প্রত্যেকটা আলো

একটা একটা যন্ত্রনার আঁধার। 

আলো আঁধার ঠিক যেমন 

পৃথিবীর এপিঠ ওপিঠ একাকার। 

কোথাও রাত্রি কোথাও দিন,কোথাওবা 

কিছু সময়ের ব্যবধান। 

তবুও চাকা ঘুরছে,আহ্নিক গতি বার্ষিক গতির

মতো, সময়ের চাকা ভাগ্যের চাকা ও যন্ত্রনার 

চাকা গুলো ও ঘুরতে থাকে, এক ও ভিন্ন ভিন্ন

রাস্তায়।

সূর্যের প্রথম আলো আজ স্পর্শ করতে পারেনা

মনের নিকষ কালো, শুধু কয়েকটি রশ্মি ফোঁটা ফোঁটা 

এপাশ ওপাশ ছুঁয়ে যায়। আমি কালো আমি আঁধার, 

কালোর মধ্যে আবিস্কার হোক একই দূরত্বের আলো। 


আলোর স্পর্শে যে আলোকিত সে কি শুধুই আলো!

নাকি আলোও এক মোহ।প্রত্যেক টা আঁধার একটা 

একটা আলো সৃষ্টি প্রতীয়মান। ঘন হোক কালো তবে,

সৃজনে আলোর নাম।

Post a Comment

Previous Post Next Post