স্বর্গের সন্ধানে : পরেশ নাথ গরাঁই

দিন যায় কাল যায়, ঘুরে যুগের চাকা,

জগতের কীর্তি সব, পড়ে যায় ঢাকা।

কিছু চিহ্ন থাকে যাহা, জগতে মহান,

খুঁজিয়া বুঝিতে পারে, যারা বুদ্ধিমান।

মহানের মহান কাজ, তৈরী করে পথ,

সে পথে চালাও তুমি তোমার মনরথ।

মনতো থাকিবে ভালো, পূরণ হবে আশা,

সকলের সাথে মিলে পাবে ভালবাসা।

সে বাসায় বাসা বেঁধে, আশায় কর ঘর,

সকলে হইবে আপন রইবে না কেউ পর।

জগৎ আপন হলে, কি চাহিবে আর?

স্বর্গ নামিয়া এসে খুলে দেবে দ্বার।

Post a Comment

Previous Post Next Post