যদি বলি ফিরে এসো....
অন্যরূপে আনমনা হয়ে
কীগভীর ভালোবেসে
আজ উদাস হয়েছি...
কত শ্রাবণী সন্ধ্যায়
তোমার পথখানি জলে
থই থই...
একদিন ও আসোনি!
কত গল্প রেখায় আমি
একাকীত্বে একাকার হয়েছি।
আমার দীঘল দৃষ্টি
শুধু শূন্যতা....
যাযাবর আমি
যুগ যুগ ধরে
একখানি ঠিকানাহীন
আশ্রয়ে....!
কতবার ফিরে ফিরে গেছি
অপূর্ণতার নীড়ে
শুধু একবার বলবে
ভালোবাসি....হোক না
তা অভিনয়...আমি অভিমানে
সাজিয়ে নেব ঐ অভিনয়টুকু।
না তুমি আসবে না...
আমি যে তোমার অপ্রেম শুধু।
তবু আছো তো...কোথাও...
তবে অপ্রেম হয়েই থেকো।
Tags:
বাংলা কবিতা
