দেখা : পার্থ বাগ্দি


  

তুমি এসেছ শত জনমের পরে

ঠিক ভোরের আলোর মত চেনা পথ ধরে।। 

বনবীথি  খোঁপায় গেথে 

খিলখিল সোনালী হাসিতে।। 


 তোমার সেই মনোহরিনী মুখ

 নিশুতি রাতের তারার মত চোখ।।

 আজও তোমার সেই রূপ সারিবদ্ধ বিন্যাস

 দেখি আমার চোখে মিলেছে আভাস।।


 নীল শাড়ি পরিধানে  আলতা রাঙা চরণে

 তুমি এসেছ আমার অন্তিম লগনে ।।

 ভালোবাসা নিয়ে  প্রণয় রথে

 আমার  বুকে চিহ্ন আঁকা বটে।।


আমায় কি তুমি চিনতে পারছো হ্যাঁ পারছি।।

আমি যে তোমায় কথা দিয়েছিলাম 

তোমার অন্তিম লগ্নে আসবো ফিরে তাই এসেছি।।


শেষবারের মতো তোমাকে দেখি আমি মরতে চাই

ও কথা বলো না গো, হাতের উপর হাত রেখে আমি আসছি ভালো থেকো  বিদায়..।।


 অশ্রু ধারা কান্নায় ফেটে পরলো প্রেমিকা

 শুধু এ জনমে এই হল আমার তোমায় একটু বার দেখা।।

Post a Comment

Previous Post Next Post