ঘুমের দেশে : তাপস কয়াল



কখন যেন তারা রা ডেকেছে আমায়

কখন যেন আমায় ডেকে ডেকে চাঁদ গিয়েছে ঘুমিয়ে

না জানি কখনো জোনাকির দল-আমাকে ডেকে গাছের পাতায় গিয়েছে ঝিমিয়ে,



নিশীথ নিঃশব্দ রাত-না জানি কখন হয়েছে ভোর

কত গভীর রাত জেগে- শিশির বদলেছে ধোঁয়াশায় 

কখন জানি গাছের পাতারা- স্নান সেরে গিয়েছে শুকায়,

জানিনা কখন শীতল বাতাস- ছুঁয়ে গিয়েছে স্বপ্ন ডোর,



কেন যে আমার ঘুম ভাঙেনি,

কেন যে আমার হিদয় জাগেনি

কেন যে বুকের মাঝে-শুধু ব্যথার গোঙানি,


কেন যে পিপাসু মন-ঘুমের দেশে যায়

কেন যে অব-চেতনা, সুখের দিকে ধায়

কেন যে বুকের মাঝে, চেতনা পাখি

আপন-মনে লুটিয়ে রয়।

Post a Comment

Previous Post Next Post