কিছুক্ষণ পর : শচীন কর্মকার



প্রস্তর প্রান্তর,

দুর্দিন নিরালার বঞ্চিত আকাশে

খোলামেলা বায়ুপ্রবাহের 

অনিশ্চিত কোলাহল।

বাঁধ বিঁধেছে

নর কঙ্কালের আস্তানায়,

হরিলুট আর বস্তা বাঁধার বর্তমান।

রয়ে গেছে অক্লান্ত পথের ধূলো,

আমি সবুজ আবরণ চেয়েছিলাম,

আর,

বাঁশ বেড়ার উপরে দোয়েলের

আসা-যাওয়া।

সবুজে সবুজে মেতে উঠবে

দোল খেলানো কলা আর কাঁঠাল।

আজ, বাস্তব উঠেছে কলকারখানায়।

ওই রং আর নেই,আছে

ঝাঁঝালো কেমি-ক্যাল।

সমুদয় বাতাবরণে অনভ্যস্ত।

বিস্তীর্ণ, প্রসারিত সান্ধ্যকালীন

বিহ্বল অনুনয়।

সর্বাগ্রে উপচে পড়ে

লালসার কঠিন বাস্তব।

লতিয়ে ওঠে বিষাক্ত

রাসায়নিক মহীরুহ।

গড়ে উঠেছে অগ্নি তারণির

প্রভাত সাম্রাজ্য।

একদিন আবার আসবে ফিরে

আমার নগর, আমার বাসিন্দা, আমার

প্রাণময় মঙ্গলগঞ্জ।

Post a Comment

Previous Post Next Post