ঊমা এলো বুঝি : তাপস কয়াল



নীল ঘন নীল রং ছিটিয়ে

আকাশ দেখো নীল হেসে যায়

সাদা তুলোর মতো মেঘ গুলো সব

দূর হতে ঐ দূর ভেসে যায়।


রৌদ্র গুলো সব রঙের বেশে

হাসে সূর্য মামার কোলে,

শরৎ হাওয়ার খুশির ছোঁয়ায়

ফুটে- কাশ ফুলেরা দোলে।



খুশির জোয়ার বান ডেকেছে

আহ্লাদির ঐ আট খানা তে,

অশূর ভূরে রং লেগছে

 গাঁয়ের পুজোর আট চালাতে।


ঢাকের আওয়াজ তুলতে হবে

সাজ্ছে দেখো ঐ ঢাকিরা,

খুশির হাওয়ায় পাখনা মেলে

জু্ড়ছে আকাশ সব পাখিরা।


আসছে খুশি হাসছে সবাই

ফুটছে সকল মুখের কোলে,

জয়মা' জয়মা বলে তাই

কাঠি পেটাও রে ঢাক ঢোলে।।

Post a Comment

Previous Post Next Post