যুগান্তরের অপেক্ষা : বিবেকানন্দ মিস্ত্রী


  

ইন্দুবালা

প্রেমময় পৃথিবীতে তোমাকে নিয়ে

ভালোবাসার ইতিহাস গড়তে চাই আমি।

প্রেমের অভিসারের গভীর আকুতি নিয়ে

যে স্বপ্নাতুর দুটি চোখ প্রতীক্ষায় ছিল বিভোর,

অবশেষে আজ তারা ক্লান্ত।

তবুও বাঁচতে চাই ভালোবাসার প্রতিবিম্ব হয়ে।

চাই জীবনের সকল দুঃখ বেদনাকে

পরাজিত করে অনন্ত বিজয়ী হতে।

অনন্ত অক্ষয় রাখতে তোমার

নয়নের কাজলকে।

হিমালয়ের মতো মজবুত করতে

আমাদের প্রেমের কুটির কে।

যৌবনের দ্বীপ্ত স্মৃতিময় অনুভুতিকে 

সমুদ্রের গর্জনের মতো তরঙ্গমালায় সাজাতে।

ডাহুক পাখির মতো নিদ্রাকে বিসর্জন দিয়ে

সারারাত তোমার সাথে জাগতে।

সদা প্রাণবন্ত রাখতে তোমার সকল প্রত্যাশাকে।

যতোই প্লাবন, চরাই উৎরাই আসুক না কেন

আমার জীবনে,

তবুও যুগ যুগান্ত তোমার অপেক্ষায় 

থাকবো আমি

হিমালয়ের জমাটবাঁধা বরফের মতো।

Post a Comment

Previous Post Next Post