মেঘ : শচীন কর্মকার



এই শহরেই ছিল তার বাস,

চেনা রাস্তায়, চেনা মুখ

আর পড়ে না চোখে।

অচেনা রাস্তায়

চেনার খোঁজে হারিয়ে গেছে

সিন্ধু তীরের গল্প।

আজ শান্ত দরদীর

সান্ত্বনা দেওয়ার গল্পে উদ্বুদ্ধ।

সে বলতো

"কালো মেঘ ভালোবাসি"

আজ কালো মেঘের ইশারায়

উঁকি দেয় অস্পষ্টতা।

ঘনিয়ে আসুক মেঘ,

গায়ে পড়ে মাখি সেই মেঘের

স্মৃতি গুলো।

মেঘ চাই, শুধু মেঘ।

চারিধারে ঘনিয়ে আসুক

কালো রঙের বড়ো বড়ো

মেঘের পাহাড়।

Post a Comment

Previous Post Next Post