আকাশ : মিঠু ঘোষাল


 

ছেলেটা আকাশকে ভীষণ ভালোবাসতো। সবসময় আকাশের কথা বলতো, আকাশের কথা ভাবতো। 

আকাশের সমস্ত গল্প  সে জানতো। গুলে খেয়েছিলো পুরান - বিজ্ঞান। 

সবাই ভাবতো সে ঘুড়ি ওড়ায়, সে জানতো  আকাশকে সে চিঠি পাঠায়। 

একদিন হঠাৎ - দেখে ঠাকুর ঘরে শিব ঠাকুর, গলায় নীল রং।  প্রথমে ভাবল - আকাশ তাকে ছেড়ে থাকতে পারে না, তাই এসে ঢুকেছে ঠাকুরঘরে ও।  তারপর একদিন , পুথি পেড়ে     পড়ে ফেলে  পৌরাণিক গল্পটা!

ছুটে যায় ছাদে। করজোড়ে বসে পড়ে, ওপর দিকে দৃষ্টি! ' সত্যিই  তুমি ঈশ্বর, ব্রহ্মl  বিষে জর্জর সারা শরীর নিয়ে এমন করে আর কে হাসবে? -  অঝোরে ছড়িয়ে দেবে অমৃতধারা, বৃষ্টি যার নাম!

Post a Comment

Previous Post Next Post