কমলবাবু : অভিজিৎ পোল্লে


 

আজ বেলিলিয়াস রোডের ব্যস্ত রাস্তা-

অবাক করেছে বিনম্র প্রত্যুত্তরে ৷

সত্তরদ্ধর সাদা চুলের মানুষটার -

ঘামে ভেজা মুখে ধোঁয়া ছাড়ে ...

কলেজ প্রবেশ রামধনু চুলের ছোকরা ৷

বিরক্ত একরাশ তবুও অভ্যাস সবই সই .

ব্যস্ত বাস বারবার ফাঁকি দেয় ,

তাই আনমনে এধার-ওধার হঠাৎ ..

আপনাকে আবিষ্কার করলাম কমল বাবু !

আমার জীবনের ছোট রঙিন দিনের -

সবথেকে রাগী মানুষটা,

যার বেত্রাঘাতে এক , দুই ,তিন গুনতে গুনতে ..

আজ আমার গলায় সাফল্যের দামি টাই উঠেছে ৷

আমার জীবনের প্রথম শিক্ষক-

সেই কমল বাবু ..

অজান্তে কাছে গেলাম,

আপনার শিক্ষার ঋন আমার,

ঋজু শিরদাঁড়া কে ভেঙে দিল আচমকা ৷

পা ছুঁতেই  অবাক চোখে আপনিও চেয়ে ৷

চিনতে পারেননি ,পারবে ও না ৷

আমি ,আমার দেহ,

আমরা ,আমাদের অস্তিত্ব,

সব আজ পাল্টে গিয়েছে ৷

তবু আপনি বড় স্নেহের স্পর্শ মাথায় দিলেন ৷

কেন জানিনা আজ খুব মনে হয়,

আপনার কঠিন সেদিনের ভাষ্যেই ছিল -

আমার দানব থেকে মানব হবার..

প্রথম শিক্ষা ৷

আপনাদের সত্যি স্যার..

বড় অভাব বোধ করি আজও ৷

মনে হয় ,যদি হারিয়ে যাই কোন ভাবে ?

জীবনের অংকটা  যদি না মেলে ?

মনে হয় রক্ষক নয় -

ভক্ষক হয়ে কলিতে রাজত্ব করি ?

স্যার সেদিনের মত রাগি চোখে ,

আপনি দাঁড়াতেন তো ..

কথা দিলাম আমি স্বেচ্ছায় বাড়িয়ে দেবো দুটো হাত-

আপনার মানুষ গড়ার ছড়িটা  দিয়ে,

আরো এক বার মারুন , স্যার..  মারুন..

মারুন স্যার, আরও ....  মারুন..

Post a Comment

Previous Post Next Post