গিন্নির প্রেম : রশ্মিতা দাস


 

দশটা ছটার অফিস টাইম

আমার ঝরায় ঘর্ম,

সূর্যোদয়ে দুই চোখে হাই

আমার পরম ধর্ম।


শিড়দাঁড়াতে ব্যাটারী এঁটে

"ছোটার" বোতাম টিপে,

রান্নাঘরে বিশ্বযুদ্ধ

পিষ্ট ঘড়ির চাপে।


ঘামের সাথে চ্যালেঞ্জ করে

আমার শুরু যাত্রা,

রুমাল ঘড়ি হারায় দিশা

নেই কোনো তার মাত্রা।


ঘর্মসিক্ত স্যান্ডোগেঞ্জি

আমার কাছে কাঁদে,

শার্টগুলো তার কষ্ট ঝরায়

আমার চোখের ছাদে।


রান্না করা তরকারিতে

মিষ্টি,ঝালে ঝোলে,

মেশাই আমার সুপ্ত কথা

সবার অন্তরালে।


অফিস ফেরত কর্তা আমার 

সদাই ভোলে ছাতা,

কিন্তু জুঁইএর মালার খোঁজে

হয়রান চৌমাথা।


সেই দুচোখের মধুর পিয়াস

আমার বাঁচার দিশা,

মান অভিমান,ঝগড়াঝাঁটির

লুকোনো ভালোবাসা...

Post a Comment

Previous Post Next Post