মাতৃরূপেন,হাতে ত্রিশূল
পূজিত বাংলায়,
রূপং দেহি,যশং দেহি
বজ্রতেজের প্রায়.
আসলে যা কিনা কল্পিত
তাই ঢাকে ঢোলে মাদলেতে
উৎসব হয়ে আসে জীবনেতে
মিথ্যার মোড়কেতে.
ঢেকে ঢুকে সেজে সামনে আসে যে
নারীর হাতে অস্ত্র,
যে বঙ্গে জনসমক্ষে খোলে
মা বোনেদের বস্ত্র.
ত্রিশূল দিয়ে শাস্তি হয়
সে অসুরের কৃতকর্মের,
নারীরূপী দুুর্গা শুধুই
প্রতীক একটি বর্মের.
সেই বর্মের আড়ালে
কত যে ত্রিশূলের নিশানায়,
কত যোনি যে কোঁকায় যে
তাদের মরমের যন্ত্রনায়.
পন্ডশ্রম আর অর্থের
বিপুল এ অপচয়,
সিকিভাগও যদি জুটত কপালে
বঙ্গনারীর হায়!
পণপ্রথাতে বিষ খাওয়া
আর ধর্ষণেতে পুঁজি.
মর্মান্তিক কান্না,হাহাকারের
ব্যাথায় খুঁজি,
খুঁজি আমি তাদের মাঝেই
মহিষাশুরমর্দিনী,
আসলে যা গল্পকথা,
কল্পনাকাহিনী...
Tags:
বাংলা কবিতা

