অমর প্রেম : স্নেহাশিস পালিত



পুরুষ ও প্রকৃতির মাঝে -

প্রেম চিরন্তন, সকালে বা সাঁঝে...

পূর্বরাগ থেকে পরিণয় নিয়মেই বাঁধা।


পবিত্রতার মাঝেই প্রেমের সার্থকতা,

দুর্বলতায় মোড়া প্রাণের বারতা...

অপবিত্র হয় শুধু নিয়ম লঙ্ঘনে!


চুপিচুপি অানাগোনার স্বপ্নমধুর ক্ষণ -

আবেগে আপ্লুত অন্ধ দুটি মন,

পেতে চায় নিরালায় কিছুটা সময়।


রোমাঞ্চ রঙিন মুহূর্ত যত -

স্মৃতি হয় চিরকাল অবিকৃত....

অাশা-নিরাশার অব্যক্ত রসায়নে।


ব্যর্থতা আসে যদি বিধির বিধানে -

সীমাহীন বেদনা হৃদয়ে মননে...

অভিসার থেকে যায় শুধু স্মৃতি হয়ে।


তবুও, প্রেম রবে পৃথিবীর বুকে,

হাজার বাধা যদি দাড়ায় সম্মুখে -

প্রতিহত করবেই জেনো প্রাণপণে!


তাই বুঝি নিষ্পাপ কুসুমের মত -

সুরভিত সৌরভ দেবে অবিরত....

প্রাণের টানে, জীবনের জয়গানে।

Post a Comment

Previous Post Next Post