অস্তিত্ব মিশে আছে আমার ফুলে পাতায় লতায় ঘাসে,
ছুঁয়েছে যেখানে যেখানে দৃষ্টি, ছড়িয়েছে যা নিঃশ্বাসে।
এ দেহ আমার ঠিকই কিন্ত আমি শুধুই এ দেহে নয়,
আমার সত্তার সুর, মিশে আছে সমগ্র বিশ্বময়।
যা কিছু দৃশ্যমান হয়ে আছে আমার বোধের দৃশ্যপটে,
সে সকলে মিশেছি আমি, পাহাড়ে, সাগরে, নদীতটে।
যেখানে যেখানে ফেলেছি পা, স্পর্শ করেছি যা কিছু,
সেসব আমার নাই বা হল, তবু মিশেছি কিছু কিছু ।
গহীন বনের ছায়ায়, উত্তুঙ্গ তুষার মৌলি পর্বত চূড়ে,
নদীর গভীর স্রোতের ছুটে চলা উৎস থেকে সাগরে।
আমার গতিপথ ধায় মাটি থেকে উর্দ্ধ আকাশ পানে,
স্তব্ধ আমি তরুর মত নিজের চৈতন্য মিশাই সুরে গানে।
অন্ধকার মাটি ফুঁড়ে বাতাসে বেয়ে উঠি আলোকাশে,
চিরন্তন কামনায় ছুঁয়ে আসি দূরের নক্ষত্র উদ্ভাসে।
Tags:
বাংলা কবিতা
