দুর্গা দর্গতি নাশিনি মা-------
যুগে যুগে তুমি আসিছ ধরায়
জীবন নদে কত জল বয়ে যায়
দুর্গতি কেন যায় নাগো হায়
বলো ওগো মনরমা।।
কেউ পূজে ফুলে ফলে
কেউ পূজে মন্ত্র বলে
আমি পূজি নয়ন জলে
করিও মোরে ক্ষমা।।
নতুন বস্ত্রে কেউ বা সাজে
ছেঁড়া বস্ত্রে কেউ মরে লাজে
দুই দুই কেন জগৎ মাঝে
কেন গো এ সীমা।।
সকলেই মোরা তব সন্তান
কেন তবে মা এত ব্যবধান
এর কি কোন নেই সমাধান
বলো ওগো তিলোত্তমা।।
Tags:
বাংলা গান
