অভিষিক্তা : অর্পিতা কুন্ডু



অভিষেকেই যার সমাপ্তি...

অবহেলা ই তার অহংকার ।

উপেক্ষিত আমি তবু তোমার  একটি মুহূর্তের অপেক্ষা  করি... আক্ষেপ নিষিদ্ধ যে।


দূরে ঐ আসমানি অভিমান টুকু নিয়ে

বেঁচে আছি...তোমার ইচ্ছেরা ধরেনি হাত।

আমার  ইচ্ছেরা লাগামছাড়া।

ভালোবাসাটুকু গুমরে মরে.....এক আকাশ

অভিমানে....


তুমি  কখনও আসবে না....শুধু অকারণ দোহাই 

দিয়ে যেতে  দাওনি....।ঐ দোহাই টুকু নিয়ে আমি হারিয়ে যাব একদিন  নিরুদ্দেশি নীলমেঘের সঙ্গে।

Post a Comment

Previous Post Next Post