জল যন্ত্রণা : স্নেহাশিস পালিত


                                      

(১)

নান্টুবাবু রসিক ভারি, উনি কথা বলেন অল্প,

গোলগাল ও  নাদুস-নুদুস দেখতে যেন মালপো।

    প্যান্ট গুটিয়ে জল ঠেঙিয়ে -

   বললেন উনি মুখ ভেঙিয়ে 

প্রকৃতি দিল প্রীতি ভরে দুয়ারে দীঘা প্রকল্প!


    (২)

পুকুর নালা সব একাকার ঘর ভরেছে জলে,

মাছ ধরছি ঘরে বসেই নেই প্রয়োজন জালে!

 ল্যাঠা, শোল, কইও আছে,

  ঘুরছে তারা কাছে কাছে...

বলছে যেন ধরবি তো আয় লুকোচুরি  খেলে!

Post a Comment

Previous Post Next Post