ভালোবাসা মেকি : সুপ্রিয়া চক্রবর্তী


 

ভালোবাসা বলে সত্যি কিছু আছে নাকি?

সবই তো মেকি, স্বার্থে ভরা ভালোবাসা।

স্বার্থহীন নিরেট ভালোবাসা পাওয়া অসম্ভব বুঝি এই পৃথিবীতে!


যখন যার সাথে প্রয়োজন তখন তার সাথে ভালোবাসা, প্রয়োজন ফুরোলেই ভালোবাসা জানলা দিয়ে পালায়


স্বার্থহীন ভালবাসতে জানে শুধু পশু পাখিরা, ওরা যে স্বার্থপরতা কি জানে না! ওরা শুধুই ভালোবাসার বদলে অকৃত্তিম ভালোবাসতে জানে।


ভাবতে অবাক  শুধু স্বার্থে ভরা এ পৃথিবী!

শূন্য মরুভূমির মত, আশা, আকাঙ্খা সব লীন করে দ্যায়...

বলতে ইচ্ছে করে স্বার্থই সম্পদ

যার তোমার সাথে স্বার্থ থাকবে সে তোমাকে ভীষন ভালোবাসবে তখনকার মত, স্বার্থ ফুরোলেই ভালোবাসাও শেষ


আবার তুমি শূন্য ভেলায় চড়ে ভাসতে ভাসতে কোন নদীর বাঁকে গিয়ে ঠেকবে কে জানে?

তখন আবার তোমাকে কেউ ভালোবাসবে আবার কোনো স্বার্থের কারণে, তুমিও সত্যি ভেবে তাকে আঁকড়ে ধরবে, তারপর স্বার্থ ফুরিয়ে গেলেই সেও আবার ভালোবাসা কেড়ে নিয়ে দে চম্পট।


মানি ইজ হানি..

আজকাল তো ভালবাসা পয়সা দিয়ে হয়! 

তোমার পয়সা থাকলে তোমায় অনেকেই ভালো বাসবে, পয়সা না থাকলে নয়।

দু একটা নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়না যে তা নয়, পেলে বেশ ভালো লাগে,অবাক ও হতে হয়।

Post a Comment

Previous Post Next Post