নিষিদ্ধ ওপারে কারা যেন ডেকে যায়
শতাব্দী কান পেতে শোনো |
তোমাকে ওরা বাউল হতে বলে,
পারবেতো সে বোঝা বইতে ?
টিমটিম সারারাত তারাখসা যোগ্য .
অসাড় করেছে তোমায় বিষাক্ত ছোবলে ৷
খোলা মাঠ অগণিত নর-নারীর আগমন .
তোমার ঔরস তাই ভবিষ্যতে আমানত ৷
বন্ধু বলেছে থামো বিদ্রোহী কবিয়াল ৷
বৃথা গড়ো অপদার্থ শব্দের তরোয়াল |
উর্বর প্রাচীরে আমাদের নাম কোথায় তোমার স্থান ?
তুমি থাকো পরে মুখ চুন করে নিয়ে এ শতাব্দীর
বদনাম ।
Tags:
বাংলা কবিতা
