কিসের সমারোহ আজ
আত্মতুষ্টি নাকি কলঙ্কের।
লালন পালনে না,ছিলো না কোনো খামতি....
খামতি ছিল, মানসিকতার।
রসিকতা ভাবছো নাকি তুমি....
হ্যাঁ আমি ভারতের নাগরিক
নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় যার
কিসের স্বপ্ন দেখা? কেনবা বিলসিতা।
বিড়ম্বনাই ছিল ভাগ্যের লিখন....
না কোনো বিড়ম্বনা নয়!
এখানে সৃষ্টি হয় সংস্কারের নামে কুসংস্কার।
মানুষের মানসিকতা যেখানে পিছিয়ে পড়ে
সেখানে সৃষ্টিকর্তার, মুক্তহস্ত কাঁপে থর থর।
জন্ম মৃত্যু কেউ লেখেনি নিজে হাতে....
বিধির বিধান বলে, নিজের ভাগ্যকে বলি
দেবে আর কতকাল?
কিসের সমারোহ আজ
আত্মতুষ্টি নাকি কলঙ্কের...
চন্দ্র অভাগা কাটা,মৌবনের পিপীলিকায়
পরিব্রাজক বিরাজমান বাস্তবতার মাটিতে
খনন চিরকাল। নৈরাশ্যের নৈরাজ্য নেতিবাচক সূচনা। অজেয় নই আমি,জয় করব নিজ মনের বর্ননা।
থাক থাক পড়ে থাক!রাখ ঢাকে নাই কাজ
যা কিছু আমার আছে,জনগণের বিহ্বলতার নাই কাজ।
কে এমন পিতৃপুরুষ হে ঈশ্বর কলঙ্কে বিরাজমান নয় কুলুসিত,দেহ মন প্রাণ...। আসুক নৈসর্গিক বিদেহি, আমি তৈরী!অহংকার নয় যেন,আগামীর এটাই বর্তমান।
